ACL 2-Mohun Bagan | একটি ম্যাচ না খেলার জন্য মোহনবাগানকে আর বাকি ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে না এসিএল ২তে
Monday, October 7 2024, 11:21 am
Key Highlights
ইরানে অস্থির পরিস্থিতির মধ্যে সেদেশে দল নিয়ে যেতে চায়নি মোহনবাগান সুপার জায়ান্টস। যার ফলে এবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান থেকে বের করে দেওয়া হলো সবুজ মেরুন দলকে।
এএফসির কড়া শাস্তির মুখে মোহনবাগান সুপার জায়ান্টস। ইরানে অস্থির পরিস্থিতির মধ্যে সেদেশে দল নিয়ে যেতে চায়নি মোহনবাগান সুপার জায়ান্টস। যার ফলে এবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান থেকে বের করে দেওয়া হলো সবুজ মেরুন দলকে। ২ অক্টোবর হওয়ার কথা ছিল এসিএল ২তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগানের আওয়ে ম্যাচ। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে ম্যাচ খেলতে যেতে চায়নি মোহনবাগান। এরপরই মোহনবাগানকে আর বাকি ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে না এসিএল ২তে।