Mohun Bagan-East Bengal | মহাসমারোহে রীতি মেনে বার পুজো সারলো মোহনবাগান-ইস্টবেঙ্গল!

পয়লা বৈশাখে বারপুজো করে বছর শুরু করলো মোহনবাগান, ইস্টবেঙ্গল।
পয়লা বৈশাখে বারপুজো করে বছর শুরু করলো মোহনবাগান, ইস্টবেঙ্গল। সবুজ মেরুনের বারপুজোয় উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৃঞ্জয় বোস, ক্লাব সচিব দেবাশিস দত্ত, সহ সভাপতি কুণাল ঘোষ, সুব্রত ভট্টাচার্য। চলতি বছর মোহনবাগানের বার পুজো উৎসবের মেজাজ দ্বিগুণ হয়েছে ক্লাব তাঁবুতে ISLকাপ ও লিগ শিল্ডের উপস্থিতিতে। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবেও মহাসমারোহে পালিত হল বারপুজো। সেখানে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজো, ফুটবলার চুংনুঙ্গা ও নাওরেম মহেশ সিং, শীর্ষকর্তা দেবব্রত সরকার।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মোহনবাগান
- ইস্টবেঙ্গল