Mohun Bagan | ইউনাইটেড স্পোর্টসকে ২:০ গোলে হারিয়ে IFA শিল্ড ফাইনালে মোহনবাগান, ফাইনালে মুখোমুখি ইলিশ-চিংড়ি!
Wednesday, October 15 2025, 2:05 pm

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইউনাইটেড স্পোর্টসেকে ২-০ গোলে হারিয়ে শিল্ড ফাইনালে উঠল সবুজ-মেরুন ব্রিগেড।
এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইউনাইটেড স্পোর্টসেকে ২:০ গোলে হারিয়ে শিল্ড ফাইনালে উঠল জোসে মোলিনার ছেলেরা। প্রথম আধঘন্টায় দুই যুযুধান পক্ষই আক্রমণ শানায়। ম্যাচের ৪৪ মিনিটে কামিংসের মাইনাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দিমি। বিরতির সময় খেলার ফলাফল ছিল মোহনবাগানের পক্ষে ১:০। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৯ মিনিটে মোহনবাগানের হয়ে স্কোর লাইন দ্বিগুণ করেন জেসন কামিংস। এই জয়ের ফলে শনিবারের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছেন জেমি ম্যাকলারেনরা। ফের একটা জমজমাট ডার্বির আশায় সমর্থকেরা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- কলকাতা ডার্বি
- আইএফএ
- মোহনবাগান
- ইস্টবেঙ্গল