Mohun Bagan vs Mohammedan | গোলের বর্ষায় মহামেডানকে ধুয়ে দিলো মোহনবাগান! ম্যাচের ফলাফল ১১-০!

Wednesday, February 12 2025, 12:15 pm
highlightKey Highlights

AIFF অনূর্ধ্ব ১৩ পর্যায়ের সাব জুনিয়র লিগে বাঁশবেড়িয়ার কিশোর সংঘের মাঠে মহামেডানকে ১১:০ গোলে পরাজিত করলো সবুজ মেরুন ব্রিগেড।


বড়দের মতো খেলার মাঠে দাপট জয় মোহনবাগানের খুদেদের। AIFF অনূর্ধ্ব ১৩ পর্যায়ের সাব জুনিয়র লিগে বাঁশবেড়িয়ার কিশোর সংঘের মাঠে মহামেডানকে ১১:০ গোলে পরাজিত করলো সবুজ মেরুন ব্রিগেড। গোল করে মোট ৯ জন। প্রথম গোলটি করেন নীরব রায়। এরপর রাজ মুদির ২টি গোল ছাড়াও মহামেডানের জালে বল জড়ান কার্তিক হেমব্রম ও সিদু সোরেন। গোল করে সাগ্নিক কুণ্ডু, সৈয়দ বাশির আনোয়ার, অনুব্রত দাস বাউল। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে গোল করে অর্চিষ্মান দাস ও জিয়ন হাঁসদা। এই জয়ের ফলে দুম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৬।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File