Mohun Bagan | কলকাতা লিগে প্রথম জয়ের স্বাদ, কালিঘাটকে ৪-০ গোলে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান!
Thursday, July 3 2025, 12:23 pm
Key Highlightsকলকাতা লিগের অভিযান পুলিশ এসির কাছে হার দিয়ে শুরু হলেও, দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফিরে জয় হাসিল করলো সবুজ মেরুন শিবির।
কলকাতা লিগের অভিযান পুলিশ এসির কাছে হার দিয়ে শুরু হলেও, দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফিরে জয় হাসিল করলো সবুজ মেরুন শিবির। বৃহস্পতিবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪:০ গোলে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে সবুজ মেরুন শিবির। প্রথমার্ধেই ২:০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত। ৭২ মিনিটে সবুজ মেরুনকে ৪:০ গোলে এগিয়ে দেন আদিল আবদুল্লাহ। এরপর অবশ্য খেলার গতির বিরুদ্ধে সুযোগ আদায় করে নেয় কালীঘাটও।

