Mohun Bagan-East Bengal | 'যত বার ডার্বি..'! এক মাসে পরপর ৩বার ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান !১-০ গোলে জয় সবুজ-মেরুনের

অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লিগে মোহনবাগানের কাছে ১:০ গোলে হারল ইস্টবেঙ্গল।
ফের লাল হলুদকে হারিয়ে জয় ছিনিয়ে নিলো সবুজ মেরুন ব্রিগেড! AIFF অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লিগে মোহনবাগানের কাছে ১:০ গোলে হারল ইস্টবেঙ্গল। মোহনবাগান মাঠে আয়োজিত এই ম্যাচটা মোহনবাগান জিতল আদিত্য মণ্ডলের গোলে। এই নিয়ে চলতি মাসে পরপর তিনটে ডার্বি জিতল মোহনবাগান। গত ১১ জানুয়ারি দুপুরে রিলায়েন্স ফাউন্ডেশনের ইয়ুথ স্পোর্টসে অনূর্ধ্ব ১৫ ডার্বিতে জয় আনে মোহনবাগান। ২:১ গোলে জেতে তারা। এরপর একই দিনে আইএসএলে সিনিয়রদের ডার্বিতে জেতে সেই মোহনবাগান। এবার অনূর্ধ্ব ১৭ এও জয় সবুজ মেরুন দলের।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- মোহনবাগান
- ইস্টবেঙ্গল
- কলকাতা ডার্বি