Mohunbagan vs Bangalore | দুটো ম্যাচ ড্রয়ের পর জয়ের হাসি হাসলো মোহনবাগান! ছেত্রীদের ১-০ গোলে হারালো সবজুমেরুন

Monday, January 27 2025, 5:48 pm
highlightKey Highlights

দুটো ম্যাচ ড্রয়ের পর তিন পয়েন্ট তুলে মুখে হাসি ফোটালো মোহনবাগান


দুটো ম্যাচ ড্রয়ের পর তিন পয়েন্ট তুলে মুখে হাসি ফোটালো মোহনবাগান। ছেত্রীদের ১:০ গোলে হারালো সবুজ মেরুন দল। ১৮ মিনিটে ছেত্রীর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৬ মিনিটে সু্যোগ পেয়েছিল সবুজ মেরুনও। কিন্তু স্টুয়ার্টের শট বাঁচিয়ে দেন গুরপ্রীত। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। বেঙ্গালুরুকে হারিয়ে লিগশীর্ষে স্থান আরও মজবুত করল মোহনবাগান। এই জয়ের ফলে ১৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪০।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File