Ratan Tata | রতন টাটার ৫০০ কোটি টাকার সম্পত্তি পাবেন মোহিনীমোহন! কে এই ব্যক্তি?
Friday, February 7 2025, 1:29 pm

ঝাড়খণ্ডের জামশেদপুরে মোহিনীমোহন দত্ত একজন উদ্যোগপতি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল তাজ গ্রুপের।
সম্প্রতি চর্চায় প্রয়াত শিল্পপতি রতন টাটার সম্পত্তির উইল। কারণ রতন টাটার ৫০০ কোটি টাকার সম্পত্তি পেতে চলেছেন মোহিনীমোহন দত্ত। কিন্তু কে এই ব্যক্তি? ঝাড়খণ্ডের জামশেদপুরে মোহিনীমোহন দত্ত একজন উদ্যোগপতি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল তাজ গ্রুপের। পরে Stallion নামের একটি ট্রাভেল এজেন্সি শুরু করেন তিনি। বর্তমানে সংস্থাটি টিসি ট্রাভেল সার্ভিসেস নামে চলছে, সেখানে সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন এই মোহিনীমোহন দত্ত। মনে করা হচ্ছে, রতন টাটার সঙ্গে মোহিনীমোহন দত্তের সম্পর্ক অন্তত ৬ দশকের।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- টাটা
- রতন টাটা
- টাটা গ্রূপ