খেলাধুলা

Mohammedan । পরপর তিনবার হার! মহামেডানের ভবিষ্যৎ ঢাকছে অন্ধকারে?

Mohammedan । পরপর তিনবার হার! মহামেডানের ভবিষ্যৎ ঢাকছে অন্ধকারে?
Key Highlights

বেঙ্গালুরু, জামশেদপুরের পর এবার পাঞ্জাব, পরপর তিনবার হেরে লীগ টেবিল থেকে ছিটকে যাচ্ছে মহামেডান।

বেঙ্গালুরু, জামশেদপুরের পর এবার পাঞ্জাব, পরপর তিনবার হেরে লীগ টেবিল থেকে ছিটকে গেলো মহামেডান। দিল্লির স্টেডিয়ামে পাঞ্জাবের কাছে ২:০ গোলে হারলো সাদা কালো ব্রিগেড। এদিন সুযোগ ছিল অঢেল , তবু মুড়িমুড়কি ছড়ানোর মতো গোল মিস করলেন ফ্রাঙ্কা, ফানাইরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে পাঞ্জাবের হয়ে গোলদুটি করেন লুকা মাইচেন ও ফিলিপ। এই হারের সুবাদে ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১২ নম্বরেই পড়ে রইল চেরনিশভের দল।