খেলাধুলা

Jamshedpur vs Mohammedan SC । জামশেদপুরের কাছে ১-৩ গোলে পরাজিত মহামেডান! ISL এ আরও পিছিয়ে গেল সাদা কালো ব্রিগেড

Jamshedpur vs Mohammedan SC । জামশেদপুরের কাছে ১-৩ গোলে পরাজিত মহামেডান! ISL এ আরও পিছিয়ে গেল সাদা কালো ব্রিগেড
Key Highlights

১:৩ গোলে সাদা কালো ব্রিগেডকে হারালো জামশেদপুর এফসি।এই জয়ের ফলে ৭ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি।

আবারও পরাজিত মহামেডান। ১:৩ গোলে সাদা কালো ব্রিগেডকে হারালো জামশেদপুর এফসি। এদিন ম্যাচের প্রথমে ৫৩ মিনিটে মহম্মদ সানানের অনবদ্য গোল দেন। তারপর মহামেডান গোলরক্ষকের ভুলে ৬১ মিনিটে সিভেরিওর দ্বিতীয় গোল, এবং ৭৯ মিনিটে স্টিভেন ইজের গোলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। যদিও খেলার শেষবেলায় মহামেডানের হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন মহম্মদ ইরশাদ। মহামেডানের জন্য এই মুহূর্তে আইএসএলের দুর্বলতম প্রতিপক্ষ ছিল জামেশদপুর এফসি। এই জয়ের ফলে ৭ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি।