ICC Ranking | দুরন্ত বোলিং, ICC র্যাঙ্কিংয়ে ক্যাপ্টেন গিলকে পেছনে ফেললেন মহম্মদ সিরাজ!

দুরন্ত বোলিংয়ে ভারত ম্যাচ জেতানোর পর নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন মহম্মদ সিরাজ।
ওভাল টেস্টে দুর্দান্ত বোলিংয়ের ফল পেলেন মহম্মদ সিরাজ। নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন তিনি। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠে এলেন তিনি। ওভাল টেস্টে ৯ উইকেট তোলেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পান। ইংল্যান্ডে পাঁচ টেস্টেই খেলেছেন তিনি। সিরিজে তাঁর উইকেট সংখ্যা ২৩। দুই দলের মধ্যে সিরাজই সর্বোচ্চ উইকেট শিকারি। ওভাল টেস্টের আগে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন ক্যাপ্টেন শুভমন গিল। শেষ টেস্টে ২১ ও ১১ রান করে র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে তিনি বর্তমানে আছেন ১৩তম স্থানে।