খেলাধুলা

Mohammed Shami | সর্বোচ্চ উইকেটপ্রাপক তবুও বারবার দল থেকে উপেক্ষিত, অবসর ঘোষণা নিয়ে বিস্ফোরক শামি

Mohammed Shami | সর্বোচ্চ উইকেটপ্রাপক তবুও বারবার দল থেকে উপেক্ষিত, অবসর ঘোষণা নিয়ে বিস্ফোরক শামি
Key Highlights

তারকা পেসারের তোপ, অনেকে চান যেন তিনি অবসর নিয়ে নেন। অনেকের সমস্যা রয়েছে তাঁকে নিয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক ছিলেন মহম্মদ শামি। তা সত্বেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না, দাবি তারকা পেসারের। বুধবার একটি সাক্ষাৎকারে শামি জানালেন, “যেদিন খেলতে ভালো লাগবে না, আমি সরে যাব। আপনারা আমাকে দলে নিচ্ছেন না, তবুও আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে না নিলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাব। কোথাও না কোথাও খেলবই। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি। ওজন কমিয়েছি। অনেক বেশি পরিশ্রম করেছি। ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করাটাই আমার লক্ষ্য।”