খেলাধুলা

Mohammed Shami | প্রত্যাবর্তনের পরই আগুন পারফর্মেন্স মহম্মদ শামির! মাত্র ১৯ ওভার বলে শিকার মধ্যপ্রদেশের চার ব্যাটার

Mohammed Shami | প্রত্যাবর্তনের পরই আগুন পারফর্মেন্স মহম্মদ শামির! মাত্র ১৯ ওভার বলে শিকার মধ্যপ্রদেশের চার ব্যাটার
Key Highlights

রঞ্জি ট্রফিতে বৃহস্পতিবার একদিনেই ১৯ ওভার বল করে চার উইকেট নিলেন বঙ্গ পেসার।

৩৬০ দিন পর ক্রিকেটের ময়দানে প্রত্যাবর্তনের পরই চমক দিলেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে বৃহস্পতিবার একদিনেই ১৯ ওভার বল করে চার উইকেট নিলেন বঙ্গ পেসার। শামির দুরন্ত বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপ। বাংলার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেটশিকারী শামিই। মহম্মদ শামির দাপটে মাত্র ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশ ইনিংস। প্রথম ইনিংসে ৬১ রানের লিড পেয়েছে বাংলা। ফলে অ্যাওয়ে ম্যাচে জিতে ফেরার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে বাংলা শিবিরের।