খেলাধুলা

Mohammed Shami | টেস্ট টিমে ব্রাত্য মহম্মদ শামি, ফিটনেসই কাটা হয়ে বিঁধলো তারকা পেসারের কেরিয়ারে

Mohammed Shami | টেস্ট টিমে ব্রাত্য মহম্মদ শামি, ফিটনেসই কাটা হয়ে বিঁধলো তারকা পেসারের কেরিয়ারে
Key Highlights

প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ সুযোগ পেলেও শামিকে বাদ দিয়েই দল গড়েছেন নির্বাচকরা।

শনিবার ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে BCCI। ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন হয়েছেন শুভমন গিল। ভাইস ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে। দলে সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আকাশ দীপও। তবে টেস্ট টিমে ডাক পাননি তারকা পেসার মহম্মদ শামি। শামিকে বাদ দিয়ে দল গড়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে। শনিবার সাংবাদিক বৈঠকে এ নিয়ে মুখ খুলেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তিনি জানিয়েছেন ফিটনেসের কারণে দলে নেওয়া যায়নি বাংলার এই পেসারকে।