Mohammed Shami | কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন শামি, খোরপোশ বাবদ মাসে ৪ লাখ টাকা দিতে হবে স্ত্রী-কন্যাকে

ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
কলকাতা আদালতে ধাক্কা খেলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মহম্মদ শামি। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সাথে বিচ্ছেদের পর খোরপোশ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলছে। এবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলো, স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা, সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ হিসেবে দিতে হবে শামিকে। উল্লেখ্য, ২০১৮ সালে শামির কাছ থেকে খোরপোশ বাবদ ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। সেইসময় এই আবেদন খারিজ করে কোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন হাসিন।