Neeraj Chopra | অলিম্পিকে নীরজ চোপড়া স্বর্ণপদক জিতলেই ফ্রি ভিসা দেওয়ার ঘোষণা সংস্থার

Tuesday, August 6 2024, 4:03 am
highlightKey Highlights

নীরজ স্বর্ণপদক জিতলে ফ্রি ভিসা দেওয়ার ঘোষণা করেছে একটি সংস্থা


অলিম্পিকে ভারতের অন্যতম আশা নীরজ চোপড়া। এরই মধ্যে নীরজ স্বর্ণপদক জিতলে ফ্রি ভিসা দেওয়ার ঘোষণা করেছে একটি সংস্থা। প্ল্যাটফর্ম অ্যাটলাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাক নাহতা জানিয়েছেন, নীরজ চোপড়া ৮ অগস্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিন তিনি স্বর্ণপদক জিতলে, সমস্ত ব্যবহারকারীকে পুরো দিনের জন্য বিনামূল্যে ভিসা দেওয়া হবে। বিনামূল্যে ভিসা ব্যবহারকারীদের এর জন্য কোনও খরচ হবে না এবং এটি নিয়ে যে কোনও দেশের ঘুরতে যেতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File