Modi-Bangladesh | “বাংলাদেশের বিষয়টা মোদি দেখবেন”! ট্রাম্পের কয়েক শব্দেই চিন্তার ভাঁজ ইউনূসের কপালে

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মোদিকে 'বুঝতে' বললেন ট্রাম্প।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মোদিকে 'বুঝতে' বললেন ট্রাম্প। মোদি ও ট্রাম্পের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের মাত্র কয়েকটি শব্দই ইউনূস সরকারের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন,“বাংলাদেশের বিষয়টা মোদি দেখবেন।” উল্লেখ্য, বাংলাদেশের প্রধান মহম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে জো বাইডেনের সরকার বলেছিলো, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।’তবে ট্রাম্পের আমেরিকার কাছে আগে ভারত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।