Modi-G20 Summit | জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাবেন মোদি, তার আগে রয়েছে নাইজিরিয়া ও গায়ানা সফর
Wednesday, November 13 2024, 7:30 am
Key Highlights
মোদি নাইজিরিয়া, গায়ানা ভ্রমণ করে জি২০ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন।
আগামী ১৮ থেকে ১৯সে নভেম্বর ব্রাজিলে আয়োজিত হবে জি২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনেই যোগ দিতে ব্রাজিল যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়ায় যাওয়ার কথা তাঁর। উল্লেখ্য, ১৭ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনেতা সেদেশে পা রাখবেন। এরপর জি২০ সম্মেলনে অংশ নেবে দেশের প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে তিনি পাড়ি দেবেন গায়ানা। ১৯৬৮ সালের পর ভারতের কোনও প্রধানমন্ত্রী গায়ানায় যাননি।
- Related topics -
- নরেন্দ্র মোদি
- ভারত
- দেশ
- রাজনীতি
- রাজনৈতিক
- নাইজেরিয়া
- জি২০ সম্মেলন