Wikipedia | উইকিপিডিয়াকে নোটিশ পাঠাল মোদি সরকার! কীসের অভিযোগ ‘বিনামূল্যের এনসাইক্লোপিডিয়া’র বিরুদ্ধে?
Tuesday, November 5 2024, 12:48 pm
Key Highlights
বিনামূল্যের এনসাইক্লোপিডিয়া’ হিসেবে বিশ্বখ্যাত উইকিপিডিয়াকে নোটিশ পাঠালো ভারত সরকার!
বিনামূল্যের এনসাইক্লোপিডিয়া’ হিসেবে বিশ্বখ্যাত উইকিপিডিয়াকে নোটিশ পাঠালো ভারত সরকার! পক্ষপাতিত্ব এবং বিভ্রান্তিকর তথ্য পেশ করার অভিযোগে নোটিশে কেন্দ্র সরকার জানতে চেয়েছে, উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্য পক্ষপাতদুষ্ট হওয়ার ঝুঁকি থাকছে। ফলে এটিকে তথ্য সংগ্রহের মাধ্যম না বলে কেন আর পাঁচটা প্রকাশনা সংস্থার মতোই চিহ্নিত করা হবে না? বর্তমানে দিল্লি হাইকোর্টে একটি মামলা চলছে। যেখানে একটি সংবাদসংস্থা উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে দাবি করেছে, উইকিপিডিয়া এই সংবাদসংস্থাকে ‘ভারত সরকারের প্রোপাগান্ডা টুল’ হিসেবে উল্লেখ করেছে।