দেশ

Ahmedabad plane crash | মরিয়া কেন্দ্র? বিমান দুর্ঘটনার তদন্তে রাষ্ট্রসঙ্ঘকে ‘নজরদারি’র অনুমতি দিল মোদি সরকার

Ahmedabad plane crash | মরিয়া কেন্দ্র? বিমান দুর্ঘটনার তদন্তে রাষ্ট্রসঙ্ঘকে ‘নজরদারি’র অনুমতি দিল মোদি সরকার
Key Highlights

শেষ মুহূর্তে মত বদলে রাষ্ট্রসংঘের সংস্থাকে গোটা তদন্ত প্রক্রিয়ায় ‘নজরদারি’র অনুমতি দিয়ে দিল মোদি সরকার।

সরকারি হিসাবে ১২ই জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন বহু বিদেশি নাগরিক। এই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB), ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (BCAS)। এই দুর্ঘটনার তদন্ত করতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছিল UN এর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। প্রথমে UNকে নজরদারির অনুমতি দেয়নি অসামরিক বিমান পরিবহণ দপ্তর। সূত্রের খবর, শেষ মুহূর্তে মত বদলে অনুমতি দিয়েছে মোদি সরকার।