Narendra Modi | গতকালই ফ্রান্সে পৌঁছেছেন মোদী, আজ যোগ দেবেন AI সামিটে, এরপরই উড়ে যাবেন আমেরিকায়

ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিসে পৌঁছন তিনি। ৩ দিনের সফরে এআই অ্যাকশন সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
গতকাল প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ দিনের ফ্রান্স সফরে আজ তিনি যোগ দেবেন এআই অ্যাকশন সামিটে। তাঁর সঙ্গী হবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল মাক্রঁ। করবেন দ্বিপাক্ষিক বৈঠকও। বুধবার প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করতে Mazargues War Cemeteryতে যাওয়ার কথা আছে মোদী ও মাক্রঁর। এরপর যেতে পারেন ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (ITER)এ। এরপরই আমেরিকা উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির ফ্রান্স সফর নিয়ে উচ্ছসিত সেদেশের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- মোদী সরকার
- নরেন্দ্র মোদি
- ফ্রান্স
- প্যারিস
- আমেরিকা