দেশ

Express Train Fire | মোবাইল চার্জে বসাতেই বিপত্তি, দাউদাউ করে জ্বলে উঠলো অমৃতসর-পূর্ণিয়া জনসেবা এক্সপ্রেস

Express Train Fire | মোবাইল চার্জে বসাতেই বিপত্তি, দাউদাউ করে জ্বলে উঠলো অমৃতসর-পূর্ণিয়া জনসেবা এক্সপ্রেস
Key Highlights

জানা গিয়েছে, চলন্ত ট্রেনে মোবাইল চার্জ দেওয়ার থেকেই এই বিপত্তি।

শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল অমৃতসর-পূর্ণিয়া জনসেবা এক্সপ্রেসে। ঘটনাটি ঘটেছে, সমস্তিপুর বিভাগের সোনবর্ষা কুচেহরি স্টেশনের কাছে। জানা গিয়েছে, এদিন রাম কুমার নামে এক যাত্রী চার্জার পয়েন্টে মোবাইলে চার্জ করতে বসিয়েছিলেন। চার্জিংয়ের সময়েই ঘটে বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের একাংশ। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রাথমিক ভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে কোনও যাত্রী আহত হননি।