Kanchan Mallick | ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক কাঞ্চন মল্লিক

সরকারি পরিষেবামূলক প্রকল্পের কাজ দেখতে গিয়ে নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন শাসকদলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের বুথগুলিতে নাগরিক পরিষেবা প্রদানের কাজ করছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প। এই প্রকল্পের কাজ দেখতে গিয়ে উত্তরপাড়ায় বিক্ষোভের মুখে পড়লেন শাসকদলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। এলাকাবাসীদের অভিযোগ, বিধায়ককে এলাকায় দেখা যায় না। তাঁরা স্লোগান দিতে থাকেন ‘আমাদের পাড়া, তৃণমূল তাড়া’, ‘আমাদের পাড়া, আগে আমাদের রাস্তা সারা’। কাঞ্চনও আত্মপক্ষ সমর্থনে দাবি করেন, ”কার কার অনুষ্ঠানে কবে কবে উপস্থিত ছিলাম, সেসব ছবি পারলে গোল করে মার্ক করে দেব।”