Swine Fever । মিজোরামে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রকোপ! ২০ কোটিরও বেশি ক্ষতির সম্মুখীন শূকর চাষী এবং পালনকারীরা!

Saturday, July 13 2024, 2:12 pm
highlightKey Highlights

আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত মিজোরাম !২০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন মিজোরামের শূকর চাষী এবং পালনকারীরা।


আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত মিজোরাম !২০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন মিজোরামের শূকর চাষী এবং পালনকারীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই মারা গিয়েছে ৫,৪৩০ টিরও বেশি শূকর। এখনও পর্যন্ত ১০,৩০০ টিরও বেশি আক্রান্ত শূকরকে মেরে ফেলা হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই রোগ হানা দেওয়ার পর, ছয়টি জেলার ১৬০ টিরও বেশি গ্রামে এএসএফ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী দেশ মায়ানমার, বাংলাদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে আনা শূকরের মাংসের কারণে এএসএফের প্রাদুর্ভাব হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File