RG Kar | আরজিকর কাণ্ডে নির্যাতিতার শরীরে একাধিক ব্যক্তির মিশ্র DNA? CFSL রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Friday, December 27 2024, 8:55 am
Key Highlightsবলা হয়েছে, নির্যাতিতার শরীরে একাধিক ব্যক্তির মিশ্র ডিএনএ ছিল কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আর জি কর কান্ড নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য! এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিএফএসএল এর রিপোর্টের উল্লেখ করা হয়েছে। তাতেই নাকি বলা হয়েছে, নির্যাতিতার শরীরে একাধিক ব্যক্তির মিশ্র ডিএনএ ছিল কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত ২১ অগস্ট এই রিপোর্ট সিবিআইকে দিয়েছিল সিএফএসএল। রিপোর্টে বলা হয়েছিল, নির্যাতিতার স্তনবৃন্ত, পায়ু, যোনিদ্বারে সোয়াব নমুনায় 'মাল্টিপল অটোজোমাল প্রোফাইল' এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ, সেখানে একাধিক ব্যক্তির ডিএনএ থাকতে পারে।

