স্টার জলসার চমক নতুন লুকে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী,সঙ্গে থাকছেন সুপারস্টার দেবও মনামী ঘোষ!
Tuesday, December 1 2020, 1:03 pm
Key Highlightsএক সঙ্গে ছোট পর্দায় ম্যাজিক আনবেন মিঠুন-দেব। ছোটপর্দায় দু’জনের যুগলবন্দির খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। পাশাপাশি শোয়ের আরও এক চমক থাকছে টেলিভিশনের দর্শকদের জন্য। বিচরক হিসেবে থাকছেন মনামী ঘোষও। চমক শুধু এটুকুই নয়। ট্যুইস্ট লুকিয়ে ‘মহাগুরু’র লুকেও। বুক ছোঁয়া কাঁচা-পাকা দাড়ি-গোঁফ। ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল কাঁধ ছুঁয়েছে। সেখানেও রুপোলি ঝিলিক লুকোননি মিঠুন। তার মধ্যেই চোখেমুখে ‘অ্যাংরি ইমেজ’ স্পষ্ট। গায়ে হুডওয়ালা কালো জ্যাকেট। গলায় জড়ানো ঘিয়ে রঙা উত্তরীয়।সাংসদ-তারকা দেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্টার জলসার রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ তিনি থাকছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এমন মহাজোট বড় পর্দাও দেখাতে পারেনি।
- Related topics -
- বিনোদন
- স্টার জলসা
- ডান্স ডান্স জুনিয়র সিজন ২
- দেব
- মিঠুন চক্রবর্তী
- মনামী ঘোষ

