Mitchell Starc | আইপিএলের সেকেন্ড রাউন্ডে ফিরছেন না স্টার্ক, বড়োধরণের জরিমানার আশঙ্কা, বিপাকে দিল্লি !

নিরাপত্তার জন্য মিচেল স্টার্ক IPL-এ না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে সমস্যায় দিল্লি ক্যাপিটালস।
পহেলগাঁও হামলার প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছিল আইপিএল। বাড়ি ফিরে গিয়েছিলেন বিদেশী তারকারা। ফের শুরু হতে চলেছে ম্যাচ। তবে ফিরতে চাইছেন না খেলোয়াড়দের একাংশ। আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ম্যাকগার্ক। এবার সেই তালিকায় নাম লেখালেন মিচেল স্টার্ক। নিরাপত্তার কারণে ভারতে ফিরছেন না স্টার্ক। তবে দিল্লি ক্যাপিটাল কতৃপক্ষ জানিয়েছে, IPL ফাইনাল ও WTC ফাইনালের মাঝে মাত্র ৯ দিন সময় থাকায় অনুশীলনের জন্যে নাম প্রত্যাহার করেছেন স্টার্ক। যদিও এজন্যে তাঁকে মোটা টাকা জরিমানা গুনতে হচ্ছে।