Khorramshahr-4 | মিসাইল হামলার পাল্টা প্রত্যাঘাত, ইজরায়েল লক্ষ্য করে খোররামশাহর-৪ ছুড়লো ইরান
Sunday, June 22 2025, 2:16 pm
Key Highlightsপরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পালটা ইজরায়েলের মাটিতে মিসাইল বৃষ্টি শুরু করেছে ইরান। প্রাণহানির ঘটনা সামনে না এলেও জানা যাচ্ছে, ইরানের হামলায় বিরাট ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে তেহরানে।
ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল মার্কিন বিমান। পাল্টা আঘাত করছে ইরান। রবিবার সকাল থেকে ইজরায়েলের মাটিতে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য খাইবার ক্ষেপণাস্ত্র বা খোররামশাহর ৪। অত্যাধুনিক এই মিসাইল ইরানের শহর খোররামশাহরের নামে নামাঙ্কিত। হাইপারসনিক প্রযুক্তির মিসাইল হওয়ায় শব্দের চেয়ে ৫ গুণ গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। দেড় টন অর্থাৎ ১৫০০ কেজি ওয়ারহেড নিয়ে হামলা চালায় শত্রু শিবিরে। স্বয়ংক্রিয় দিক নিয়ন্ত্রণ করতে পারায় এই ক্ষেপণাস্ত্রকে আটকাতে নাজেহাল হচ্ছে ইজরায়েল।

