জেলা

হাওড়ার সাঁতরাগাছিতে দুষ্কৃতি হামলা, দিনেদুপুরে এক রেলকর্মীর ফ্ল্যাটে ঢুকে গুলি

হাওড়ার সাঁতরাগাছিতে দুষ্কৃতি হামলা, দিনেদুপুরে এক  রেলকর্মীর ফ্ল্যাটে  ঢুকে গুলি
Key Highlights

হাওড়ার সাঁতরাগাছি থানার বাকসাড়া ঝিলপাড় এলাকায় সকাল সাতটা নাগাদ এস.কে বেহরা নামে এক রেলকর্মীর ফ্ল্যাটে ঢুকেই দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কেন এবং কারা এই রেলকর্মীর বাড়িতে ঢুকে গুলি চালাল তা এখনো স্পষ্ট জানা যায়নি তবে সে বিষয়ে তদন্ত শুরু করেছে সাঁতরাগাছি থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন তাঁরা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছেন ।