শীর্ষ আদালতের নোটিস জারি ‘মির্জাপুর’-এর প্রযোজক এবং অ্যামাজন প্রাইমের বিরুদ্ধে
Thursday, January 21 2021, 11:32 am

ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর বিরুদ্ধে নোটিস জারি করল দেশের শীর্ষ আদালত। সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা উত্তর প্রদেশের মির্জাপুর শহরটিকে সন্ত্রাস ও যাবতীয় বেআইনি কার্যকলাপের আঁতুরঘর বলে দাবি করেছেন। অন্য এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে উত্তর প্রদেশের পুলিশ মুম্বই রওনা হয়েছে বলেও শোনা গিয়েছে। অরবিন্দ চতুর্বেদী নামে এক সাংবাদিক এই ওয়েব সিরিজের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। অরবিন্দ তাঁর অভিযোগে বলেছেন, ‘অসৎ এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সিরিজে’। তাঁরই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করতে ট্রেনে মুম্বই রওনা হয়েছে মির্জাপুরের পুলিশ।
- Related topics -
- বিনোদন
- ওয়েব সিরিজ
- মির্জাপুর
- আমাজন প্রাইম
- সুপ্রিম কোর্ট