Mirzapur Train Accident | রেললাইন পার হতে যেতেই ধেয়ে এলো ট্রেন, মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৬ পুণ্যার্থীর!

উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল-সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছয় জন পুণ্যার্থীর।
রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। রেল সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে। কার্তিক মাস চলায় প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছিল স্টেশন চত্বরে। বুধবার সকালে তাঁরা যেদিকে প্ল্যাটফর্ম তাঁর উল্টো দিকে নামতে শুরু করেন। আর তখনই দ্রুত ধেয়ে আসা হাওড়া-কালকা মেল পুণ্যার্থীদের ওপর দিয়ে চলে যায়। ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয় ৬ পুণ্যার্থীর, আহত একাধিক। স্টেশন চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ।
