Minorities in Bangladesh । বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানদের সংখ্যা কমে নেমে এসেছে ৮.৬ শতাংশে! ১ বছরে খুন ৪৫ জন!
Wednesday, July 10 2024, 11:32 am
Key Highlightsবাংলাদেশে গত একবছরে সাম্প্রদায়িক হিংসা, নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে প্রায় ১ হাজার ৪৫টি।
বাংলাদেশে গত একবছরে সাম্প্রদায়িক হিংসা, নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে প্রায় ১ হাজার ৪৫টি। আর এসব ক্ষেত্রে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরাই। যার মধ্যে ১ বছরে খুন হয়েছেন ৪৫ জন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, ১৯৭০ সালের নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্যালঘু ছিল প্রায় ১৯ শতাংশ। তবে এখন তা ৮.৬ শতাংশে নেমে এসেছে। প্রসঙ্গত বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।
- Related topics -
- বাংলাদেশ
- হিন্দু ধর্ম
- বাংলাদেশ প্রতিদিন
- জনসংখ্যা
- ক্রাইম

