Swiggy | তৈরী হবে ১০-১২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ! Swiggyর সঙ্গে মউ স্বাক্ষর করল শ্রম মন্ত্রক!
Wednesday, April 16 2025, 7:32 am

কর্মসংস্থানের বাজারে ডিমান্ড ও সাপ্লাইয়ের ঘাটতি পূরণ করতে এবার দেশের অন্যতম খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggyর সঙ্গে মউ স্বাক্ষর করল শ্রম মন্ত্রক।
কর্মসংস্থানের বাজারে ডিমান্ড ও সাপ্লাইয়ের ঘাটতি পূরণ করতে এবার দেশের অন্যতম খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggyর সঙ্গে মউ স্বাক্ষর করল শ্রম মন্ত্রক। এই উদ্যোগের ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে বলে আশা করা হচ্ছে।বর্তমানে সুইগি ৫০০টিরও বেশি শহরে পরিষেবা দেয়। প্রায় ৫ কোটি চাকরি রয়েছে এই প্ল্যাটফর্মে। এবার Swiggyর সঙ্গে চুক্তি নিয়ে কেন্দ্রীয় শ্রম ও পরিবেশ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, আগামী দুই থেকে তিন বছরে সুইগি ১০ থেকে ১২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে।
- Related topics -
- দেশ
- ভারত
- চাকরি সন্ধান
- সুইগি
- কর্মসংস্থান
- ব্যবসা বাণিজ্য