Chandranath Sinha | বৃহস্পতির পর শুক্রেও ইডি দপ্তরে হাজিরা দিলেন চন্দ্রনাথ, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কী বললেন তিনি?
Friday, September 26 2025, 3:59 pm
Key Highlightsরাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ২ দিন জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছে বিশেষ ইডি আদালত।
হেফাজতে পায়নি। তবে আদালতের সম্মতিতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ২ দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ফলে বৃহস্পতিবারের পর শুক্রবারও সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে উপস্থিত হন রাজ্যের কারামন্ত্রী। এদিন ইডি অফিস থেকে বেরিয়ে চন্দ্রনাথ বলেন, "আপাতত আর ডাকেনি। আমাকে যা প্রশ্ন করেছিলেন, তার যথাযথ উত্তর দিয়েছি। কিছু নথি চেয়েছেন। আমি বলেছি, কালীপুজোর পর পাঠিয়ে দেব। তাঁরা মেনে নিয়েছেন। আমি বলেছি, আপনি যখন খুশি ডাকবেন, কিন্তু সাত দিন সময় দেবেন, আমি চলে আসব।"
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- মন্ত্রী
- গ্রেফতার

