Mini Moon | আজ রাত থেকেই পৃথিবীর কক্ষপথে জুড়বে ‘মিনি মুন’, দেখা যাবে খালি চোখে?
"মিনি মুন" নামে এক গ্রহাণু অংশ দু'মাসের জন্য পৃথিবীর কক্ষপথে ঘুরবে।
আজ রাত থেকেই পৃথিবীর কক্ষপথে জুড়বে নতুন চাঁদ। আগামী দু'মাস চাঁদের সঙ্গে সেও ঘুরবে পৃথিবীর চারপাশে। তারপর ধীরে ধীরে আকর্ষণ কাটিয়ে আগামী ২৫ নভেম্বর সেটি ফের চলে যাবে নিজের কক্ষপথে। ক্ষণস্থায়ী এই বস্তুকে বলা২৫ এই হচ্ছে 'মিনি মুন'। তবে খালি চোখে তাকে দেখা যাবে না। আকারে যেহেতু ছোট এবং অনুজ্জ্বলও তাই ধরা পড়বে না দূরবীন কিংবা টেলিস্কোপেও। বিজ্ঞানীদের অত্যাধুনিক টেলিস্কোপে এই মিনি মুন ধরা পড়বে এবং পরবর্তীতে মহাকাশ গবেষণা সংস্থাগুলি এর ছবিও প্রকাশ করবে।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- নাসা