করোনায় আক্রান্ত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং, রয়েছেন নিভৃতবাসে
Thursday, May 20 2021, 1:03 pm
Key Highlightsফের কোভিডে আক্রান্ত এক কিংবদন্তি। এবার মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। বুধবার বিকেলে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারদের মতানুযায়ী, বয়স্কদের করোনা থেকে খুব সাবধানে থাকতে হবে। এশিয়ান গেমসে পাঁচবারের স্বর্ণপদকজয়ী এই অ্যাথলিট ৯১ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়েও কোনো ভয় পাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি। বরং তিনি তাঁর আগেই তেজেই আছেন। আপাতত তিনি তাঁর চণ্ডীগড়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
- Related topics -
- সেলিব্রিটি
- মিলখা সিং
- কোভিড পজিটিভ

