দেশ

Pahalgam Attack | প্লেনে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পালাচ্ছে জঙ্গিরা! ‘অ্যালার্ট’ জারি কলম্বো বিমানবন্দরে

Pahalgam Attack | প্লেনে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পালাচ্ছে জঙ্গিরা! ‘অ্যালার্ট’ জারি কলম্বো বিমানবন্দরে
Key Highlights

শনিবার মধ্যরাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায়। ভারতীয় কর্তৃপক্ষের তরফে শ্রীলঙ্কার বিমানবন্দর সংস্থাকে ইঙ্গিত দেওয়া হয় যে, যাত্রীদের মধ্যে ছ’জন জঙ্গি হয়ত ছদ্মবেশে রয়েছে।

পহেলগাওঁ সন্ত্রাসবাদী হামলায় ২৬ নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়েছে রয়েছে জম্মু কাশ্মীর। এরই মধ্যে বিমানে করে শ্রীলঙ্কায় পালানোর চেষ্টা করলো পাক মদতপুষ্ট জঙ্গিরা। সূত্রের খবর, শনিবার মধ্যরাতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে খবর আসে চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে শ্রীলঙ্কায় পালাচ্ছে পহেলগাওঁ হামলায় অভিযুক্ত কয়েকজন জঙ্গি। তড়িঘড়ি শ্রীলঙ্কার বিমানবন্দরকে অ্যালার্ট করে ভারতীয় এম্ব্যাসি। এরপরই বিমানটিকে কর্ডন করে তল্লাশি চালানো হয়। তবে শ্রীলঙ্কা কর্তৃপক্ষর তরফে এখনও কিছু জানানো হয়নি।