দেশ

Nagaland | নাগাল্যান্ডে রেল সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে মাইলস্টোন! সফল হল প্রথম ট্রায়াল রান!

Nagaland | নাগাল্যান্ডে রেল সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে মাইলস্টোন! সফল হল প্রথম ট্রায়াল রান!
Key Highlights

সফল হলো উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধনসিরি থেকে জুবজা নতুন লাইন প্রকল্পের শোখুভি মোলভ’ম রেলওয়ে সেকশনে মাল্টি ইউনিট লোকোমোটিভ সহ পণ্য ট্রেনের প্রথম ট্রায়াল রান।

নাগাল্যান্ডে রেল সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে মাইলস্টোন! সফল হলো উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধনসিরি থেকে জুবজা নতুন লাইন প্রকল্পের শোখুভি মোলভ’ম রেলওয়ে সেকশনে মাল্টি ইউনিট লোকোমোটিভ সহ পণ্য ট্রেনের প্রথম ট্রায়াল রান। এই ট্রেনটি প্রায় ১৮:০০ ঘণ্টায় মোলভমে পৌঁছয়। এই সফল ট্রায়াল রান মোলভম অঞ্চল এবং এর রেলওয়ে স্টেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ডিমাপুর ও শোখুভি স্টেশনের পরেই নাগাল্যান্ডের তৃতীয় বৃহৎ রেল স্টেশন হবে। ১৫.৪১৯ কিমি দৈর্ঘ্যের এই রেলপথটি আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।