খেলাধুলা

Mike Tission VC Jake Paul | প্রায় ১৯ বছর পর বক্সিং রিংয়ে মাইক! প্রতিপক্ষ ইউটিউবার থেকে বক্সার হওয়া জ্যাক পল

Mike Tission VC Jake Paul | প্রায় ১৯ বছর পর বক্সিং রিংয়ে মাইক! প্রতিপক্ষ ইউটিউবার থেকে বক্সার হওয়া জ্যাক পল
Key Highlights

২০০৫ সালের পর ২০২৪ সালে বক্সিং রিংয়ে নামতে চলেছেন কিংবদন্তী মাইক টাইসন।

২০০৫ সালের পর ২০২৪ সালে বক্সিং রিংয়ে নামতে চলেছেন কিংবদন্তী মাইক টাইসন। প্রতিপক্ষ ইউটিউবার থেকে বক্সার হওয়া জ্যাক পল। বহু প্রতিক্ষিত এই বক্সিং ম্যাচটি দেখা যাবে নেটফ্লিক্সে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায়। ভোর সাড়ে ৬টায় আন্ডারকার্ডের ম্যাচগুলো শুরু হবে। যেহেতু মাইক টাইসন ও জ্যাক পলের মধ্যে বয়সের ব্যবধানটা অনেক বেশি তাই দুজনেই ১৪ আউন্সের গ্লাভস পরে খেলবেন। মোট ৮টি রাউন্ড খেলা হবে আর প্রতিটা রাউন্ড হবে ২ মিনিটের।