ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন বিধায়ক মিহির গোস্বামী !
Thursday, December 21 2023, 2:56 pm

নতুন ভোরের আশায় ২২ বছর ধরে থাকা তৃণমূলের হাত ছেড়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালেন। গত ৩ অক্টোবর তৃণমূলের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর মতে, রাজ্যের অনাচার দেখে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গত শুক্রবার অর্থাৎ ২৭ শে মে সকালে যখন তিনি দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন তখনই ঘটেছিল সব জল্পনার অবসান। গতকাল সন্ধ্যেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মিহির গোস্বামীর হাতে বিজেপির প্রাথমিক সদস্যপদ তুলে দেন।
- Related topics -
- রাজনৈতিক
- মিহির গোস্বামী
- বিজেপি
- কোচবিহার
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস