আন্তর্জাতিক

Shot Dead | প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মাথায় গুলি! ভয়ঙ্কর ঘটনা কলম্বিয়ায়

Shot Dead | প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মাথায় গুলি! ভয়ঙ্কর ঘটনা কলম্বিয়ায়
Key Highlights

অজানা আততায়ীর গুলিতে আহত আগামী বছরের রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী মিগুয়েল উরিবে।

আগামী বছর কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন। তার প্রস্তুতি তুঙ্গে সেদেশে। শনিবার একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন আগামী বছরের রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী মিগুয়েল উরিবে। সেসময় রাজনীতিবিদকে খুব কাছ থেকে গুলি করে অজ্ঞাত আততায়ী। গুলি লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। উল্লেখ্য, মিগুয়েল ২০২২ সাল থেকে সেনেটর পদে রয়েছেন। বোগোটার সরকারি সচিব এবং সিটি কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ৩৯ বছর বয়সী রক্ষণশীল ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য।