Migrant worker | ভিনরাজ্যে নৃশংসতা, বাংলার শ্রমিককে কুপিয়ে খুন মহারাষ্ট্রে, ডোবায় ভাসিয়ে দেওয়া হলো দেহ

Friday, July 25 2025, 11:57 am
Migrant worker | ভিনরাজ্যে নৃশংসতা, বাংলার শ্রমিককে কুপিয়ে খুন মহারাষ্ট্রে, ডোবায় ভাসিয়ে দেওয়া হলো দেহ
highlightKey Highlights

মহারাষ্ট্রে কাজে গিয়ে খুন হলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিক।


ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নৃশংসতার বলি হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আবু বক্কর মণ্ডল (৩৩)। তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। সূত্রের খবর, মহারাষ্ট্রে রাজমিস্ত্রীর কাজ করতেন আবু বক্কর মন্ডল। ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। গত রবিবার, ২০ জুলাই সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তদন্তে নেমে গত মঙ্গলবার ভাড়াবাড়ির পাশের এক ডোবা থেকে পুলিশ তাঁর বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার করেন। গতকাল রাতে বাদুড়িয়ায় তাঁর নিজের বাড়িতে কফিনবন্দি দেহ আনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File