Migrant Labourer | আটদিন নিখোঁজ! চেন্নাইয়ের জঙ্গল থেকে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ

Thursday, January 22 2026, 6:14 am
Migrant Labourer | আটদিন নিখোঁজ! চেন্নাইয়ের জঙ্গল থেকে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ
highlightKey Highlights

আটদিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার হল পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ।


আটদিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ে রেললাইনের ধারের জঙ্গল থেকে উদ্ধার হল বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। মৃত পরিযায়ী শ্রমিক আলমগিরের ভাই আবু সামা জানান, চেন্নাইতে কাজের জন্য গিয়েছিলেন বছর উনত্রিশের আলমগির আলম। ৯ দিন আগে অন্য একটি কাজে চেন্নাই থেকে হায়দরাবাদ যাওয়ার জন্য ট্রেনে ওঠেন আলমগির। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন ওই স্টেশনের পাশের জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছেন স্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File