Microsoft । বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে গোলযোগ! কম্পিউটার খুলতেই আসছে নীল পর্দা! ব্যাহত বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা

Friday, July 19 2024, 7:52 am
Microsoft । বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে গোলযোগ! কম্পিউটার খুলতেই আসছে নীল পর্দা! ব্যাহত বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা
highlightKey Highlights

বিশ্বজুড়ে সমস্যায় পড়েছেন মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীরা। শুক্রবার সকাল থেকে কম্পিউটার খুললেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে একটি নীল পর্দা।


বিশ্বজুড়ে সমস্যায় পড়েছেন মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীরা। শুক্রবার সকাল থেকে কম্পিউটার খুললেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে একটি নীল পর্দা। সেখানে বলা হচ্ছে, কম্পিউটার বা ল্যাপটপ আপডেট নিচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও কাজ করছে না তাঁদের ডিভাইস। এই পরিস্থিতিতে সপ্তাহের শেষ কর্মদিবসে বিভিন্ন ক্ষেত্রে কাজ ব্যাহত হচ্ছে। এমনকী বিভিন্ন বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। যে তালিকায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এয়ারপোর্ট। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File