Microsoft Engineer । গ্রাস করছে একাকিত্ব, তাই উইকএন্ডের ছুটিতে অটো চালান Microsoft ইঞ্জিনিয়ার!

Monday, July 22 2024, 2:48 pm
Microsoft Engineer । গ্রাস করছে একাকিত্ব, তাই উইকএন্ডের ছুটিতে অটো চালান Microsoft ইঞ্জিনিয়ার!
highlightKey Highlights

একাকিত্বকে মেটাতে নিজেকে ব্যস্ত করে নেন অনেকেই। তবে সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া এক যুবকের কথা ভাবাচ্ছে সকলকে।


একাকিত্বকে মেটাতে নিজেকে ব্যস্ত করে নেন অনেকেই। তবে সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া এক যুবকের কথা ভাবাচ্ছে সকলকে। ভেঙ্কটেশ গুপ্তা নামে একজন ইঞ্জিনিয়ার নিজের এক্স হ্যান্ডেল থেকে একজন অটোচালকের ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, "৩৫ বছর বয়সী মাইক্রোসফটের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচয় হল। যিনি নিজের একাকিত্ব দূর করার জন্য উইকএন্ডে কোরামানগালা এলাকায় নাম্মা অটো চালান।" সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি ভাইরাল হতেই অনেক নেটিজেন ওই ইঞ্জিনিয়ারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File