Microsoft | বাড়ছে AI-এর দাপট, কর্মী ছাঁটাইয়ের পরই নাকি সাশ্রয় ৪ হাজার ২৮৫ কোটি!- দাবি মাইক্রোসফট কর্মকর্তার

সম্প্রতি ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। আর এরপরই টেক জায়ান্ট জানিয়ে দিল এআই সংস্থার ৫০০ মিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছে।
সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খরচ বাড়ানোর দাবিতে ৯ হাজার কর্মা ছাঁটাই করেছে মাইক্রোসফট। এবার সংস্থার মুখ্য কমার্শিয়াল অফিসার জুডসন অ্যালথফ জানালেন, নতুন পণ্যের জন্য ৩৫ শতাংশ কোড এআই লিখছে। ফলে কাজে গতি এসেছে। বাড়ছে লাভের অঙ্কও। তিনি আরও জানিয়েছেন, সংস্থার ৫০০ মিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছে এআই। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৪ হাজার ২৮৫ কোটি টাকা। সামগ্রিকভাবে এআইয়ের পারফরম্যান্সে খুশি মাইক্রোসফট। বিশেষজ্ঞদের আশঙ্কা, আরও কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থা। আতঙ্কিত সিলিকন ভ্যালির চাকুরেরা।