Patanjali Research | ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সারে ত্রাতা মাইক্রো-RNA ! জানাচ্ছেন পতঞ্জলির গবেষকরা
Friday, April 25 2025, 2:32 pm
Key Highlightsটিএনবিসি প্রতিরোধে আশার আলো দেখাল পতঞ্জলির গবেষণা। গবেষণা বলছে, টিএনবিসিতে মেটাস্ট্যাসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাইক্রো আরএনএ।
অন্যান্য স্তন ক্যান্সারের থেকে কয়েকগুন বিপজ্জনক হচ্ছে (TNBC) ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সার। এই ক্যান্সারে আক্রান্ত রোগী সেরে ওঠার পর ফের আক্রান্ত হতে পারে। অন্য ক্যান্সারের তুলনায় মৃত্যুর হারও বেশি এক্ষেত্রে। TNBC নিয়ে গবেষণায় আশার আলো দেখাচ্ছেন পতঞ্জলির গবেষকরা। তাঁদের গবেষণা বলছে, টিএনবিসিতে মেটাস্ট্যাসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাইক্রো RNA। মাইক্র RNAর কাজ হচ্ছে ক্যান্সার কোষের বিস্তার রোধ এবং স্বাভাবিক কোষগুলিকে সুস্থ রাখা। বিস্তারিত গবেষণা চালাচ্ছেন গবেষকরা।

