France President | ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদে মিশেল বার্নিয়ে, সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী ইনি
Friday, September 6 2024, 3:45 pm
Key Highlightsফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদে মিশেল বার্নিয়ে। তাঁর নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদে মিশেল বার্নিয়ে। তাঁর নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৭৩ বছর বয়সী বার্নিয়ে ১৯৫৮ সালে ফ্রান্সে নতুন গণতান্ত্রিক পরিকাঠামো প্রতিষ্ঠার পরবর্তী সময়ের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী। প্রবীণ এই রাজনীতিক ফ্রান্সের রিপাবলিকান পার্টির সদস্য। বছর তিনেক আগে ফরাসি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। কিন্তু নিজের দল থেকেই অনুমতি পাননি। ২৭ বছর বয়সে প্রথমবার ল মেকার হয়েছিলেন মিশেল। পরবর্তী সময়ে ফরাসি সরকারগুলিতে বহুক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সামলেছেন বিদেশমন্ত্রী বা কৃষিমন্ত্রীর দায়িত্ব।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- রাজনীতি
- রাজনৈতিক

