২ কোটি ২০ লক্ষ ডলারে বিক্রি জ্যাকসনের বিতর্কিত রিসর্ট ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’।
Friday, December 25 2020, 11:34 am
Key Highlights২ কোটি ২০ লক্ষ ডলারে বিক্রি হয়ে গেল প্রয়াত পপস্টার মাইকেল জ্যাকসনের বিলাসবহুল রিসর্ট ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’। বলা হয়েছে, জ্যাকসনের প্রাক্তন বন্ধু রন বার্কল ওই রিসর্টটি কিনেছেন।ক্যালিফোর্নিয়ায় ২,৭০০ একরের উপর গড়ে তোলা হয়েছে ওই রিসর্টটি। ২০১৫-তে এই রিসর্টের দাম ধার্য হয়েছিল ১০ কোটি ডলার। কিন্তু গত বছরে সেই দাম দাঁড়ায় ৩ কোটি ১০ লক্ষ ডলারে। এই নেভারল্যান্ডই ১৯৯০-২০০০ সাল পর্যন্ত বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছিল। জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল, তার সঙ্গে এই রিসর্টের নামও জড়িয়ে গিয়েছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- মাইকেল জ্যাকসন
- নেভারল্যান্ড র্যাঞ্চ

