শিল্পজগতে শোকের ছায়া, প্রয়াত মুথুট গ্রুপের চেয়ারম্যান
Saturday, March 6 2021, 1:26 pm
 Key Highlights
Key Highlightsপ্রয়াত মুথুট ফিন্যান্সের চেয়ারম্যান মাথাই জর্জ জর্জ মুথুট। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল দিল্লির বাড়িতে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে বর্তমান। তাঁর প্রয়াণে শিল্পজগতে শোকের ছায়া। ব্যবসায়ী পরিবারের সন্তান মুথুট নিজের পেশায় সাফল্য পান। তিনি বণিকসভা ফিকি-র জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য এবং ফিকি-র কেরল শাখার চেয়ারম্যান ছিলেন। প্রয়াত এই শিল্পপতি যখন মুথুট ফিন্যান্সের দায়িত্ব নেন, তখন সংস্থার ৩১টি শাখা ছিল। তবে এখন এই সংস্থার ৫,৫৫০টিরও বেশি শাখা। শুধু দেশেই না, দেশের বাইরেও এই সংস্থার শাখা আছে।
-  Related topics - 
- শিল্প ও সাংস্কৃতি
- শিল্পপতি
- প্রয়াত

 
 